কণ্ঠরোধ
- chirajitpaul

- Mar 21, 2021
- 1 min read
এই কবিতাটা তাদের প্রতি উৎসর্গীকৃত যারা ভাবেন হিন্দুত্ববাদীরা আসার ফলে দেশ এবং দশের সর্বনাশ হয়ে গেলো। পরের কথাটা বলার আগে তারা একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিক। গরিবের নাম ভোট নিয়ে নিরবিচ্ছিন্ন ক্ষমতা উপভোগ করেও কেন তারা মানুষকে সম্মানের সাথে সামান্য প্রাতকার্য করার ব্যবস্থা করে দিতে পারেননি, এর উত্তর তাদেরকেই খুঁজে বার করতে হবে।
সত্তর বছর ধরে আমার গলা টিপেছো
আমি কাঁদিনি
না করা দাঙ্গার দায় চাপিয়েছ
আমি কাঁদিনি
আমার বিশ্বাসকে বিদ্রুপ করেছো
আমার শিক্ষাকে খাটো করেছো
আমার ইতিহাসকে কালিমালিপ্ত করেছো
আমি কাঁদিনি
আমি ছুটে গেছি গ্রামে, জঙ্গলে
বলেছি আমার কথা
ছড়িয়ে দিয়েছি আলো
তুলে ধরেছি সত্য
খুলে দিয়েছি মুখোশ
এক সূত্রে গেঁথেছি জীবন
জাগিয়েছি গৌরব
যাদের নামে ভোটটা নিয়ে
তুমি ক্ষমতার দালানে পা দুলিয়েছো
তাদের দিয়েছি সম্মান
আর ভাঁড়ারে যা ছিল তাই
তোমার ছুড়ে দেওয়া অবজ্ঞায়
যাদের কপালে হয়েছে ক্ষত
মুছিয়ে দিয়েছি রক্তের দাগ
আজ আমার নিশান উড়ছে উঁচুতে
কান পাতলেই আমার গান
তোমার ঘৃণা যত বাড়ে
আরো বেশি মানুষ ধরে আমার হাত
বিশ্বাসভঙ্গের পাতাল পেরিয়ে
তারা যে দেখেছে আকাশ




Comments