সাম্প্রদায়িক সবাই, বদনাম হয় ধর্ম
- chirajitpaul
- Mar 21, 2021
- 1 min read
রাজনৈতিক গোষ্ঠিতা কি সম্প্রদায় নয়?
মতাদর্শের ভিন্নতা সম্প্রদায় নয়?
জাত-এর কাটাকুটি কি সম্প্রদায় নয়?
ভাষা-ভৌগোলিক আবেগ সম্প্রদায় নয়?
যাহাই আমার মতন, তাহাই আমার সম্প্রদায়,
আসলে সম্প্রদায় সবই, বদনাম হয় ধর্ম
কালো মানুষ কি সম্প্রদায় নয়?
শ্রেণী পরিচয় সম্প্রদায় নয়?
তৃতীয় লিঙ্গ কি সম্প্রদায় নয়?
শিক্ষার অহং সম্প্রদায় নয়?
যাহাই আমার মতন, তাহাই আমার সম্প্রদায়,
আসলে সম্প্রদায় সবই, বদনাম হয় ধর্ম
মানুষ মারার ছল তোমার-ও আছে, আমার-ও
সামাজিক মাধ্যমে বা অন্ধকার গলিতে
লাশ লুকোনোর উপায় তোমার-ও আছে, আমার-ও
নোংরা হওয়া দেওয়ালে, বা স্লোগানের ঝুলিতে
যে আমার মতন নয়, তাকে মারলে ক্ষতি কি?
আসলে দাঙ্গাবাজ সবাই, বদনাম হয় ধর্ম

Comentários