শরৎের বৃষ্টি
- chirajitpaul
- Sep 8, 2020
- 1 min read
কবি: চিরজিৎ পাল
শরতের বৃষ্টি পড়ছে ঝ্ম ঝ্ম
দূরাভাস-এ বন্ধু কয়েকটা গলি দূরে
এ পাড়ার বৃষ্টি দেব না কো যেতে
জানিয়ে দিলাম গুনগুনানো সুরে
ভাসবে সাদা মেঘ তোমার মাথার ওপর
এখানে আমার হাত ছুঁয়ে যায় জল
আমি বেশিক্ষন থাকবো নাকো ঘরে
ঐতো দূরে কাশফুলেরই ঢল
কিন্তু বাতাসটা যাচ্ছে কি ওই দিকে?
যে দিকে তুমি রয়েছো টেলিফোন-এ
ভেজা গন্ধে লেগে থাক ভালোবাসা
পৌঁছে যাক তোমার ঘরে, মনে
আর মাত্র কয়েকটা তো দিন
মায়ের আসার সময় এবার হবে
অষ্টমীর দিন দঁড়াব গা ঘেঁষে
বুঝে নেবো হিসেবটা কত, কবে
আমার বৃষ্টি, তোমার ছেঁড়া মেঘ
তার মাঝে ভেজা দমকা হওয়া
আমার নাম লেখা ছিল তাতে
সহজ ছিল এমন আসা যাওয়া

Picture courtesy: TrekEarth
Comments